কলকাতা, ০৭ জানুয়ারি- রাজ্যে অধ্যাপকদের অবসরের বয়স বাড়ানো হল। এতদিন তাঁদের অবসরের বয়স ছিল ৬২ বছর। এবার থেকে তা হবে ৬৫ বছর। উপাচার্যদের অবসরের বয়স ছিল ৬৫ বছর। তা বাড়িয়ে ৭০ বছর করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান বিষয়টি নিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বয়স বেশি হলে অধ্যাপক কিংবা উপাচার্যরা ভাল কাজ করেন। অধ্যাপক এবং উপাচার্যদের কার্যকালের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করার পর এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে সরকারি নার্সদের অবসরের বয়স বাড়িয়েছিল রাজ্য সরকার। অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হয়েছিল। এমএ/ ১১:৩৩/ ০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2CafgUi
January 08, 2019 at 05:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top