কলকাতা, ১৪ জানুয়ারিঃ মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে ২৪ সপ্তাহের এক অন্তঃস্বত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, গর্ভপাতের পর মেডিকেল রিপোর্ট জমা করতে হবে।
ভ্রূণের বৃদ্ধি অস্বাভাবিক। তার মস্তিষ্ক স্বাভাবিক নিয়মে তৈরি হচ্ছে না। তাই গর্ভপাতের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দম্পতি। সেই মামলার শুনানিতে গত শুক্রবার ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলার মেডিকেল টেস্টের নির্দেশ দেয় আদালত। শনিবার পরীক্ষা হয়। সোমবার রিপোর্ট দেখার পর রায় দেয় হাইকোর্ট।
গর্ভধারণের ২০ সপ্তাহের পর গর্ভপাত করা ভারতের আইন অনুসারে নিষিদ্ধ। এক্ষেত্রে ২০ সপ্তাহ পেরনোর পরই ভ্রূণের অস্বাভাবিকতার কথা জানতে পারেন ওই দম্পতি। বিশেষ আর্জি নিয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এই রাজ্যের এক ২৬ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে ‘বিশেষ পরিস্থিতি’তে গর্ভপাতের অনুমতি দিয়েছিল সুপ্রিমকোর্ট। এরপর এই ঘটনা ফের ঘটল দ্বিতীয় বার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SQcp9W
January 14, 2019 at 07:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন