শুরু হল গাজোল উৎসব

গাজোল, ১৪ জানুয়ারিঃ বর্ণময় শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হল জেলার ব্লকভিত্তিক সব থেকে বড় সাংস্কৃতিক উৎসব ‘গাজোল উৎসব-২০১৯’ এবং সিধু-কানু-বিরসা-জিতু মেলা। গাজোল হাইস্কুল মাঠে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, উত্তর মালদার সাংসদ মৌসম নূর, বিধায়ক দীপালি বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিস কুন্ডু,ডাঃ মোয়াজ্জেম হোসেন, বিডিও রাজীব পাণ্ডে, যুগ্ম বিডিও সন্দীপন দে, জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু সহ বহু বিশিষ্টজনেরা। পুষ্প প্রদর্শনী, শিশু উৎসব,বইমেলা,ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান মডেল,সামাজিক সুরক্ষা,চিত্র প্রদর্শনী, সাহিত্যচর্চা, কৃতীদের সম্বর্ধনা, বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং স্থানীয় ও বহিরাগত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।

তথ্যঃ গৌতম দাস

ছবিঃ পঙ্কজ ঘোষ

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AJGh0A

January 14, 2019 at 07:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top