মুম্বাই, ২৫ জানুয়ারি- ১০ বছরের চ্যালেঞ্জ নিয়ে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। আর তার জেরে মালাইকা অরোরাকে পড়তে হল ট্রোলিংয়ের মুখে। কারণটা কি জানেন? সোশ্যাল সাইটে ১০ বছরের চ্যালেঞ্জ নিয়ে ছবি শেয়ার করতে করতে ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁকে কেমন দেখতে হয়েছে, সেই ছবি শেয়ার করে ফেলেন। তার জেরেই কড়া সমালোচনার মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রীকে। ১০ বছরের চ্যালেঞ্জ নিয়ে ২০ বছরের ছবি কেন শেয়ার করে ফেলেছেন বলে ব্যঙ্গ করা হয় মালাইকাকে। এরপরই একের পর এক কটাক্ষ শুরু হয় মালাইকার ছবি দেখে। View this post on Instagram My #20yearchallenge.... been an amazing last 20yrs,look forward to the next 20yrs A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on Jan 17, 2019 at 10:44pm PST মালাইকা অঙ্কে কাঁচা বলে কেউ কটাক্ষ করেন। আবর কেউ বলেন, প্রাথমিকে যেটুকু শেখানো হয়, সেই অঙ্কটুকুও জানেন না মালাইকা। আবার কেউ কেউ গুনতে গিয়ে এমন ভুল মালাইকা কীভাবে করলেন, সেই প্রশ্নও তুলতে শুরু করেন। কেউ কেউ আবার ১৯৯৮ থেকে ২০১৮ পর্যন্ত ২০ বছর হয়, মালাইকা এটাও জানেন না বলে কটাক্ষ শুরু করেন। দেখুন কীভাবে ট্রোলি করা হল মালাইকাকে... যদিও সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি মালাইকা অরোরা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WkIx7G
January 26, 2019 at 03:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top