ঢাকা, ২৫ জানুয়ারি- দেশের কিংবদন্তি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাখা হয়েছে। তবে বিকেলে বিকেলে খোঁজ নেয়ার জন্য তার ব্যক্তিগত সহকারি মোমিন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে আলাউদ্দিন আলীর অবস্থা উন্নতির দিকে বলে জানান। আলাউদ্দীন আলী রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এ শিল্পীর সর্বশেষ অবস্থার কাথা জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী। তিনি বলেন, । গতকাল পর্যন্ত তার অবস্থা ভালো ছিলো। কিন্তু আজ (শুক্রবার) সকাল থেকে অবস্থা অবনতির দিকে গেলে লাইফ সাপোর্ট দেয়া হয়। তবে দুপুরের পর থেকে তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। ডাক্তার জানিয়েছেন আগের চেয়ে বেটার। এদিকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ সুরস্রষ্টার চিকিৎসায় কোনো ত্রুটি হচ্ছে না। দেশের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। মাঝখানে অসুস্থতার জন্য বেশকিছু দিন কাজের বাইরে ছিলেন আলাউদ্দিন আলী। তবে গেল সপ্তাহেই কাজে ফেরার ঘোষণা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, এখন তিনি সুস্থ। কাজের জন্য ফিট। কিন্তু এমন ঘোষণার দিন কয়েকের মধ্যেই ফের অসুস্থ হলেন বাংলা গানের এ গুণী শিল্পী। আর/০৮:১৪/২৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RgksLQ
January 26, 2019 at 03:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top