টরন্টো, ০৮ জানুয়ারি- এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি টরন্টোর বাঙালি অধ্যুষিত এলাকাড্যানফোর্থ এন্ড ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন শপার্স ওয়ার্ল্ড-এর বিশাল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে। মাদার ল্যাংগুয়েজ মনুমেন্টস অব কানাডার উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে নগরীর সকল সামাজিক/সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সংগঠনের মুখপাত্র রেজাউল করিম তালুকদার দেশে বিদেশেকেজানান, ইতিমধ্যে কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেছে এবং শীঘ্রই আয়োজনটিকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে একটি কমিটি গঠণ করা হবে। তিনি জানান, বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে আদলে এ অস্থায়ী শহীদ মিনারের নকশা করেছে আর্ট কোয়েষ্ট কানাডা। আর নির্মাণের দায়িত্ব নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ALBION। দিবসটি উপলক্ষে বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসার স্মারক হিসেবে একটি আকর্ষণীয় স্যুভেনির প্রকাশিত হবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FglDt6
January 09, 2019 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top