বিশ্বনাথে দুই ইউপি চেয়ারম্যানসহ তিন নেতার কারামুক্তি

49530579_1261159787369772_8081184669132914688_nবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: দীর্ঘ প্রায় দুই মাস কারাবরণের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিলেটের বিশ্বনাথের বিএনপি সমর্থিত দুই ইউপি চেয়ারম্যানসহ তিন নেতা। আজ মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তিলাভ করেন। গতকাল সোমবার আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন-বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলার দেকওলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল ও উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ। কারামুক্তির সময় কারাফটকে বিএনপির তিন নেতাক ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বিশ্বনাথ বিএনপির তিন নেতার কারামুক্ত লাভের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন।

প্রসঙ্গত, গত বছরের ৯ নভেম্বর পুলিশের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে বিশ্বনাথ থানা পুলিশ। পরদিন তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2QwZNCJ

January 08, 2019 at 11:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top