বিশ্বনাথে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল খায়েরের দাফন সম্পন্ন

49535955_333552607251609_8190711270098337792_nবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্ব মকদ্দুছ আলী উরফে দামান্দ খলিফার পুত্র, পুরান বাজারস্থ মেসার্স খয়ের এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল খায়ের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। মঙ্গলবার (৮ জানুয়ারী) সকাল ৮টায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। হাজী আবুল খায়েরের মৃত্যুতে উপজেলা সদরের ব্যবসায়ী ও শুভাকাংখিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আজ বাদ আছর বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযারা নামাজ শেষে পারিবারিক করবস্থানের মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযার ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নুরুল ইসলাম মইজপুরী। বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খানের পরিচালনায় জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামেয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, সিলেট মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান, বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ড. হাসমত উল্লাহ, ইসলামী ব্যাংকের বিশ্বনাথ শাখার সাবেক ব্যবস্থাপক আবু ওয়ালিদ চৌধুরী, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, নিহতের ভাগিনা কুতুব উদ্দিন।

জানাযার নামাজে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে আমীর আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, যুক্তরাজ্য জমিয়ত নেতা হাফিজ হোসাইন আহমদ, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার সাবেক ম্যানেজার সৈয়দ মুজাদ্দিদ আহমদ, আব্দুল জলিল, বর্তমান ম্যানেজার জসীম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তফসিন আলী লেচু মিয়া, আব্দুল জলিল জালাল, বশির আহমদ, নুরুল ওয়াসে আলতাফী কালাম, মুরব্বী গোলাব খান প্রমুখ সহ জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2VFlc0u

January 08, 2019 at 10:46PM
08 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top