নয়াদিল্লি, ৩ জানুয়ারিঃ ম্যাগিতে রয়েছে বিষাক্ত সিসা। সুপ্রিমকোর্টে এই কথা মেনে নিল নেসলে। নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন(এনসিডিআরসি)-এর সরকারি মামলা সুপ্রামকোর্টে তোলা হলে বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কোম্পানির আইনজীবী ম্যাগিতে সিসার উপস্থিতির কথা স্বীকার করে নেন। যদিও তিনি বলেন সিসা থাকে পারমিসিবল লিমিটের মধ্যে। এই বিষয়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, মাইসুরুর সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ম্যাগির নমুনা পরীক্ষা করা হবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে শুনানি চলবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2F4P3JD
January 03, 2019 at 06:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন