কলকাতা, ৩ জানুয়ারিঃ চলে গেলেন কবি পিনাকী ঠাকুর। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর বয়স।
২২ ডিসেম্বর প্রচণ্ড জ্বর নিয়ে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। পরের দিন আইসিইউ অ্যাম্বুলেন্সে কলকাতার উদ্দেশে রওনা দেওয়া হয়। এরপর ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে দেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্ট। ২৮ ডিসেম্বর নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। তখন থেকেই চলা লড়াই থেমে গেল আজ।
নিয়মিতভাবে তাঁর কবিতা লেখা শুরু হয় গত শতাব্দীর সাতের দশকের শেষের দিক থেকে। প্রথম কবিতার প্রকাশ ১৯৭৪ সালে। ‘উশীনর’ পত্রিকায়। ১৯৭৯ সালে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর কবিতা। কিন্তু, কবি হিসেবে খ্যাতিলাভের শুরুটা নয়ের দশকে এসে। ওই দশকের শুরুর দিকে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র পিনাকী কর্পোরেটের হাতছানি এড়িয়ে পুরোপুরি কবিতা লেখাতেই মনোনিবেশ করবেন বলে স্থির করেন৷ তাঁর কথায়, ‘তখন থেকেই হয়ে উঠেছিলাম পরিপূর্ণ বেকার’।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SzSxYz
January 03, 2019 at 07:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন