মার্কিন অর্থনীতিতে মন্দা, বিপদে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি

নয়াদিল্লি, ৫ জানুয়ারিঃ মার্কিন অর্থনীতিতে মন্দার প্রভাব পড়তে পারে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে। মোট ১৬৭ বিলিয়ন মার্কিন ডলারের আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে বড় বিপদ আসতে পারে। কারণ ফরচুন ১০০০ সংস্থাগুলি প্রযুক্তি খাতে ব্যয় কমিয়ে দিতে পারে।

যার ফলে সমস্যায় পড়তে পারে টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল, উইপ্রো-র মতো সংস্থাগুলি। কারণ এই সংস্থাগুলিই আমেরিকায় আইটি ক্ষেত্রে বড় ব্যবসা করে থাকে। আউটসোর্সিংয়ের কাজই বেশি হয় সেখানে। যেখানে নিঃসন্দেহে ধাক্কা লাগতে চলেছে।

আগামী ১০ জানুয়ারি টিসিএস, ১১ জানুয়ারি ইনফোসিস ও ১৮ জানুয়ারি উইপ্রো আয়ের পূর্বাভাস পেশ করতে চলেছে। সেই রিপোর্ট থেকে অনেককিছু উঠে আসবে। মার্কিন অর্থনীতি ভারতের আইটি সেক্টরে কতটা প্রভাব ফেলবে তার স্পষ্ট আভাস পাওয়া যাবে সেসময়।

অর্থনীতিতে বিশেষজ্ঞ সংস্থা মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাস ২০১৯ সালে মার্কিন অর্থনীতির গতি অনেক স্লথ হবে। বৃদ্ধির হার ২.৯ শতাংশ থেকে কমে ২.৩ শতাংশে নেমে আসবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CQGLDP

January 05, 2019 at 06:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top