ঢাকা, ০৫ জানুয়ারি- বিপিএলের প্রথম দিনেই চার-ছক্কার বৃষ্টি দেখা গেল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংসের মধ্যকার দিনের দ্বিতীয় খেলায় এই ঝড়ে উন্মাতাল হয়ে উঠল ঢাকার সমর্থকরা। ঝড়ের নাম হাজরাতুল জাজাই। ২৩ বছর বয়সী আফগানিস্তানের এই তরুণ একাই শাসন করে গেলেন কিংস বোলারদের। বিধ্বংসী ব্যাটিংয়ে ৩ চার ৬ ছক্কায় ২১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তার ব্যাটিং দ্যুতিতে অপর ওপেনার সুনীল নারাইনকে মলিন লাগছিল। যদিও ধুন্ধুমার ব্যাটিং করছিলেন নারাইন। দশম ওভারেই ওপেনিং জুটি শতরান ছাড়িয়ে যায়। অবশেষে ২৮ বলে ৪ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে ৩৮ রান করা সুনিল নারিন মোহাম্মদ হাফিজের শিকার হলে ভাঙে ১১৬ রানের ওপেনিং জুটি। কিন্তু নিজের মতোই ব্যাট চালিয়ে যাচ্ছিলেন জাজাই। মেহেদী হাসান মিরাজের বলে সৌম্য সরকারের তালুবন্দি হওয়ার আগে তিনি খেলেন ৪১ বলে ৪ বাউন্ডারি এবং ৭ ওভার বাউন্ডারিতে ৭৮ রানের ধুন্ধুমার ইনিংস। শক্ত ভিত পেয়ে এখন বড় স্কোরের পথে এগিয়ে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস। অধিনায়ক সাকিব অবশ্য ২ রান করে ক্যাচ তুলে দিয়েছেন আরাফাত সানির বলে। এমএ/ ০৭:০০/ ০৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TtFKqQ
January 06, 2019 at 01:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন