ময়নাগুড়ি, ৪ জানুয়ারিঃ ময়নাগুড়ির মাছ ও মাংসের বাজার ঘেঁসা জরদা নদীর ধারে ফেলে রাখা থার্মোকলের বাক্সে আগুন। এর ফলে কালো বিষাক্ত ধোওয়ায় ঢাকা পড়ল গোটা বাজার এলাকা। তবে আগুন কে লাগিয়েছে তা জানা যায়নি। চিকিৎসকেরা জানান, এই কালো বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট জনিত রোগ হয়। গত দুমাস আগে এভাবেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল থার্মোকলের স্তূপে।
এই বিষয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চিঠি পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া বলেন, ওই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ জন্মেছে।
সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2C3KlIT
January 04, 2019 at 03:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন