আজ কাউন্সিলার পদে ভাগ্যপরীক্ষা মেয়র ফিরহাদের

কলকাতা, ৬ জানুয়ারিঃ পুর আইনের নতুন নিয়মে মেয়র হয়েছেন আগেই। কিন্তু কাউন্সিলার নির্বাচিত হওয়ার জন্য রবিবার ভোটে লড়ছেন ফিরহাদ হাকিম। এদিন সকাল থেকে ভোটগ্রহণ চলছে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের। বিপক্ষে রয়েছেন কংগ্রেস, সিপিএম ও বিজেপির প্রার্থী।

শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভার মেয়র হন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু, তিনি কাউন্সিলর ছিলেন না। তাই পুর আইন সংশোধন করে নতুন নিয়ম করা হয় যাতে কাউন্সিলর না হয়েও কলকাতা পুরসভার মেয়র হওয়া যায়। কিন্তু, শপথগ্রহণের ছয় মাসের মধ্যে শহরের যেকোনও একটি ওয়ার্ড থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাউন্সিলর নির্বাচিত হতে হবে। সেই নিয়মে ফের পুরভোটে লড়তে হচ্ছে পুর ও নগরোয়ন্নমন্ত্রী ফিরহাদ হাকিমকে। ডিসেম্বরে চেতলার ৮২ নম্বর ওয়ার্ডে শাসকদলের কাউন্সিলর প্রণব বিশ্বাস ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় ওই ওয়ার্ডে কলকাতা পুরসভার মেয়রকে প্রার্থী করেছে শাসকদল। এই ওয়ার্ড থেকেই প্রথম কাউন্সিলার নির্বাচিত হয়েছিলেন ফিরহাদ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2F9GblY

January 06, 2019 at 11:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top