পোর্ট ব্লেয়ার, ৬ জানুয়ারিঃ আন্দামান সাগরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় পাবুক। আপাতত সেটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৪০০ কিমি দূরে অবস্থান করছে। রবিবার রাতে আন্দামান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যাবে এই ঝড়। এর আগে থাইল্যান্ডে তাণ্ডব চালিয়েছে পাবুক। সমুদ্রের ওপর দিয়ে আসায় ঝড়ের প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহবিদদের। যার জেরে আন্দামানের বিভিন্ন দ্বীপে ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে। আন্দামানের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর ঝড়টি কিছুটা ঘুরে প্রবেশ করবে মায়ানমারে। তারপর সেটি শক্তিক্ষয় করবে। তবে পশ্চিমবঙ্গ বা ওডিশায় সরাসরি প্রভাব ফেলবে না এই ঘূর্ণিঝড়। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের উপরে একটি অক্ষরেখা অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গ ও সিকিমে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CQWRgK
January 06, 2019 at 11:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন