রাতের অভিযানে কুলগামে খতম দুই জঙ্গি

কুলগাম, ১৩ জানুয়ারিঃ শনিবার রাতে কাশ্মীরের কুলগাম জেলায় অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সংঘর্ষ শুরু হয়ে যায়। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হয়েছে কী না, জানা যায়নি। শনিবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পায়, জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় ইয়ারিপোরা অঞ্চলে লুকিয়ে আছে তিন জঙ্গি। সঙ্গে সঙ্গে জঙ্গিদের গোপন ঘাঁটিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। নিহত হয় দুই জঙ্গি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিহত দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল। তাদের একজনের নাম জিনাত উল ইসলাম। নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় তার নাম একদম ওপরের দিকে ছিল। বহু হিংসাত্মক কাজের সঙ্গে নাম জড়িয়েছে জিনাতের।  গত এক বছরে সে বহুবার পুলিশ ও সেনাকে ফাঁকি দিয়ে পালিয়েছে সে। সেনাবাহিনী সূত্রে খবর,  লড়াই চলার সময় স্থানীয় মানুষ জঙ্গিদের সাহায্য করছিল। তা নিয়েই স্থানীয় মানুষের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ হয়। এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে বলেন, ‘কুলগামের যে অঞ্চলে দুই জঙ্গি নিহত হয়েছে, সেখান থেকে সংঘর্ষের খবর পাচ্ছি। আশা করি নিরীহ মানুষ এতে মারা পড়বে না। তাহলে হিংসা বেড়েই চলবে। এই জন্যই আমি চেয়েছিলাম, ভারত সরকার সংঘর্ষ বিরতি চালিয়ে যাক।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FrlHWd

January 13, 2019 at 10:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top