কংগ্রেসের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র বালুরঘাট

বালুরঘাট, ২২ জনুয়ারিঃ কংগ্রেসের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল বালুরঘাট। আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়েছেন কয়েকজন কংগ্রেস কর্মী-সমর্থক। তাঁদের মধ্যে একজন বর্তমানে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার আইন অমান্য আন্দোলনের ডাক দেয় জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন বালুরঘাটে মিছিল করে এসে জেলা প্রশাসনিক ভবনের সামনে সভা করেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শংকর মালাকার, কংগ্রেস নেতা অঞ্জন চৌধুরি সহ জেলা ও রাজ্য নেতারা। সভা শেষ হতেই পুলিশের ব্যারিকেড ভেঙে প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় তাঁদের আটকাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের। ঘটনায় জখম হন কয়েকজন কংগ্রেস কর্মী-সমর্থক। যদিও জেলা পুলিশের তরফে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের এই লাঠিচার্জের প্রতিবাদে বুধবার কালা দিবস পালন করবে জেলা কংগ্রেস।

তথ্যঃ সুবীর মহন্ত

ছবিঃ মাজিদুর সরদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WaH6ZJ

January 22, 2019 at 09:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top