ঢাকা, ০৬ জানুয়ারি- টার্গেটটা বড় ছিল না, ১২৮। সেই রান তুলতেই ঘাম ছুটেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের। শহীদ আফ্রিদি জ্বলে না উঠলে হয়তো জয়টা ছিটকেই যেত। ম্যাচের টার্নিং পয়েন্টে করেছেন ২৫ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৯ রান। তার বিধ্বংসী ইনিংসে সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা। বল হাতেও মন্দ করেননি পাকিস্তানি অলরাউন্ডার। ৪ ওভারে ২৯ রানে পেয়েছেন ১ উইকেট। ১টি মেডেনও রয়েছে। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। সব মিলিয়ে বলা যায়, এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন আফ্রিদি। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, প্রথমে বল নিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক (স্মিথ)। টিম কম্বিনেশন দারুণ। যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় শুভ। আমি সামান্য উদ্বিগ্ন ছিলাম। কারণ, সবশেষ টি-টেন প্রতিযোগিতার পর খেলেনি। ভালো করতে সর্বোচ্চটা চেষ্টা করেছি। বুমবুমখ্যাত তারকা ক্রিকেটার বলেন, মূখ্য বিষয় হচ্ছে, আমাদের স্থানীয় খেলোয়াড়রা মেধাবী। দলের বিদেশি ক্রিকেটাররা বিশ্বের সব জায়গায় ভালো করেন। ঐক্যবদ্ধ থাকা সবসময় ভালো। এমএ/ ০৮:৪৮/ ০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Vvs8Nq
January 07, 2019 at 02:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top