জলপাইগুড়ি, ২৮ জানুয়ারি- ফের সার্কিট বেঞ্চ ইস্যুতে লাগাতার ধরণা-অবস্থান শুরু করল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেল তিনটে থেকে অনির্দিষ্ট কালের জন্য মঞ্চ বানিয়ে ধরণা শুরু হয়৷ তৃণমূল যুব, তৃণমূল লিগাল সেল সহ দলের সমস্ত শাখা সংগঠন এই ধরণা মঞ্চে অংশ নিয়েছে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালুর দাবি দীর্ঘদিনের। অস্থায়ী ভাবে এই সার্কিট বেঞ্চ চালুর জন্য পরিকাঠামোও তৈরি বলে দাবি রাজ্য সরকারের। এর আগে উদ্বোধনের দিন ঘোষণা হয়েও তা স্থগিত হয়ে যায়। তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী এদিন অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সার্কিট বেঞ্চ চালুর বিষয়টি ঝুলিয়ে রেখেছে। এর আগেও একাধিকবার আন্দোলন করেছে তৃণমূল। এবার অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান আন্দোলন শুরু করল তারা। তবে এই আন্দোলন নিয়ে এদিন জেলা বিজেপি নেতারা কোনও মন্তব্য করতে চাননি৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DD6SOW
January 28, 2019 at 08:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন