ভেঙে পড়ল বিধান বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের একাংশ

ওদলাবাড়ি, ২৮ জানুয়ারিঃ ভেঙে পড়ল বিধান বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের একাংশ। জানা গিয়েছে, সোমবার সকালে স্কুল শুরু হবার আগেই সীমানা প্রাচীরের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় কেউ আহত না হলেও এই ঘটনার পর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভেঙে পড়া দেওয়াল নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওদলাবাড়ি বিধান বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের এই বিপজ্জনক সীমানা প্রাচীর নিয়ে দু’মাস আগেই সংবাদ প্রকাশিত হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়াল পুনঃনির্মানের জন্য দরপত্র আহ্বান করা হয়। সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এদিন দেওয়ালটির প্রায় ৫০ মিটার অংশ ভেঙে পড়ে। এই প্রসঙ্গে বিধান বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষিকা রাখি বড়াইক বলেন, দীর্ঘদিন ধরেই স্কুলের তরফে বিপজ্জনক এই দেওয়ালটি নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে নতুন করে দেওয়াল তৈরির জন্য আবেদন করে এসেছি। এদিন একাংশ ভেঙে পড়ার পর পুনরায় সংশ্লিষ্ট সব স্তরে বিষয়টি জানানো হয়েছে। এদিকে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ বলেন, দরপত্র প্রক্রিয়া শেষে আমরা দু-একদিনের মধ্যেই দেওয়ালটি পুনঃনির্মানের কাজ শুরু করতাম। তার আগেই ভেঙে পড়ায় এদিনই আমরা দেওয়ালটি নতুন করে তৈরি করার কাজ শুরু করে দিয়েছি।

সংবাদদাতাঃ অনুপ সাহা

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FS23Ub

January 28, 2019 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top