সিউড়ি, ২৮ জানুয়ারি- দলের কর্মীদের উদ্দেশ্যে সুর চড়িয়ে ফের বিতর্কে জড়ালেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ রবিবার ইলামবাজারের ফুটবল মাঠে তৃণমূলের ব্লক ভিত্তিক সভা ছিল। সেখানে তিনি বলেন, ইলামবাজারে মোট ১৩৭টি বুথ রয়েছে। প্রতিটি বুথে আমার ৭০০ করে লিড চাই। মানে এক লাখ। যাই হোক না কেন, লিড আমার চাই। তাতে যদি প্রাণ যায় যাক। আপনারা যা চেয়েছেন এতদিন তা পেয়েছেন। এবার আমি যা চাইব তা দিতে হবে। তবে এদিন কার প্রাণের কথা তিনি বলেছেন তা অবশ্য স্পষ্ট করেননি অনুব্রতবাবু। তবে একা অনুব্রত নয়, ওই সভার উত্তাপ বাড়িয়ে দিয়েছিল তাঁর দলের এক আঞ্চলিক নেতাও৷ একই মঞ্চে দাঁড়িয়ে ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, কেউ যদি একটা বোম ছোড়ে আমরা দলের কর্মীদের নির্দেশ দিয়ে রাখছি, একের পিঠে এক হয়। একটা বোম ছুড়লে ১১টা বোমা ছুড়ে তার পালটা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তিনি আরও বলেন, আমরা একদম বরদাস্ত করব না। এই কথা বলে আপনাদের আমরা সাহস দিচ্ছি। ভয়ের কোনও কারণ নেই। আমাদের কোনও বিকল্প নেই। আমাদের বিরুদ্ধে কেউ থাকবে না। ইলামবাজারে যে কটা ভোট পড়বে তৃণমূলের বাক্সে পড়বে। উল্লেখ্য, এর আগে ইলামবাজারে একাধিক রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় নাম জড়িয়ে ছিল দুলাল রায়ের। তবে গরম পড়াই আগেই বীরভূমের রাজনৈতিক মাটি যে তেতে উঠছে তা বলাই বাহুল্য৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2CNB1JB
January 28, 2019 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top