পাটনা, ১৬ ফেব্রুয়ারিঃ মুজাফ্ফরপুর আবাসিক হোমে শিশুদের যৌন হেনস্থার মামলায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই-কে নির্দেশ। শনিবার পকসো নিম্ন আদালত এই নির্দেশ দিয়েছে। মুজাফ্ফরপুর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী মঞ্জু ভার্মা ও তাঁর স্বামী চন্দ্রশেখর ভার্মা।
শনিবার আদালতের কাছে এক আবেদন অভিযুক্তদের মধ্যে অন্যতম অশ্বিনী অভিযোগ করেন, ‘তথ্য লুকানোর চেষ্টা করছে সিবিআই।’ মুজাফ্ফরপুরের আবাসিক হোমে অত্যাচারিত নাবালিকাদের মাদক মেশানো ইঞ্জেকশন দেওয়ায় অভিযুক্ত অশ্বিনীর বিস্ফোরক অভিযোগ, ‘তথ্য প্রকাশ্যে এলে নীতীশ কুমারের মত অনেকেই ফাঁসতে পারেন।’ এমনকী সিবিআই-এর পদস্থদের দিকেই আঙুল তুলেছে সে। এই আবেদনের ভিত্তিতে পকসো আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেই বিহারের মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EcLfoJ
February 16, 2019 at 09:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন