২ মার্চ পর্যন্ত গ্রেফতারি নয় রবার্ট ভাদরাকে

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারিঃ দিল্লির আদালত বেআইনি সম্পত্তির মামলায় রবার্ট ভাদরার অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ালো ২ মার্চ পর্যন্ত। এই রক্ষাকবচের জোরে এখনই তাঁকে গ্রেফতার করতে পারবেন না ইডি কর্তারা।
বিচারপতি অরবিন্দ কুমার এই নির্দেশ দেন আজ। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আইনজীবী নীতেশ রানা আদালতে জানান, রবার্ট ভাদরাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি তদন্তের কাজে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ ইডির। সেই কারণে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করার আর্জি জানানো হয়।
ইডির তোলা অভিযোগ অস্বীকার করেছেন ভাদরা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2V0InRx

February 16, 2019 at 09:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top