কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নে ৫০ কোটি

শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নে জোর দিল রাজ্য সরকার। শিলিগুড়ির স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে ৫০ কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্যের ক্রীড়া দপ্তর। খেলোয়াড়দের মাঠে ঢোকার টানেল থেকে অত্যাধুনিক ড্রেসিংরুম, আন্তর্জাতিক স্টেডিয়ামের ক্ষেত্রে যা যা প্রযোজন, সমস্তটাই তাঁরা করবেন বলে বুধবার জানান রাজ্যের পর‌্যটনমন্ত্রী গৌতম দেব।

এদিন ক্রীড়া দপ্তরের প্রধান সচিব অজিতরঞ্জন বর্ধন, মহকুমাশাসক সিরাজ দানেশ্বর, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ সহ কয়েজনকে নিযে স্টেডিয়াম চত্বর ঘুরে দেখেন মন্ত্রী। তবে স্টেডিয়ামটি এখনও রাজ্যের ক্রীড়া দপ্তরের কাছে হস্তান্তর হয়নি বলে জানা গিয়েছে। স্টেডিয়াম কমিটির সচিব তথা মহকুমাশাসক সিরাজ দানেশ্বরের বক্তব্য, বকেয়া কর পরিশোধের পাশাপাশি জমি এবং অন্যান্য নথি তৈরি করে রাখা হয়েছে। হস্তান্তরের ক্ষেত্রে বেশি সময় লাগবে না।

১৯৮৮ সালে নেহরু কাপের মধ্যে দিযে যে প্রত্যাশার জন্ম হয়েছিল, সময়ের সঙ্গে নষ্ট হয়েছে তা। পাতে দেওয়ার মতো আন্তর্জাতিক মানের কোনো খেলাই এখন আর হয় না কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এমনকি, এই বছর ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বিও দেখার সুযোগ পাননি শিলিগুড়ির ফুটবলপ্রেমীরা। মূলত পরিকাঠামোগত সমস্যার জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলতে রাজি নয় দেশের সেরা দলগুলি। এমন পরিস্থিতির বদল ঘটাতে কয়েক মাস আগে পরিকাঠানোগত উন্নয়নে জোর দেয় রাজ্যের ক্রীড়া দপ্তর। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় স্টেডিয়ামটির দায়িত্ব স্টেডিয়াম কমিটির হাতে থাকায়। এরপরেই হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। যদিও স্টেডিয়ামটির দায়িত্ব এখনও ক্রীড়া দপ্তর পায়নি। কিন্তু হস্তান্তরের ক্ষেত্রে বেশিদিন সময় লাগবে না বলে প্রশাসনিক কর্তাদের বক্তব্য। বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করার পর কাজ শুরুর ক্ষেত্রে বেশিদিন সময় লাগবে না বলে দাবি করেন গৌতমবাবু। জানা গিয়েছে, আধুনিক মানের টানেল, প্রেসবক্স, ভিভিআইপি বক্স, গ্যালারির বিশেষ কয়েকটি অংশে শেড তৈরি করা হবে। স্টেডিয়ামে বর্তমান দুটি ড্রেসিংরুমের সংস্কারের পাশাপাশি নতুন করে আরও দুটি ড্রেসিং রুম তৈরি করা হবে, য়াতে একই দিনে দুটি ম্যাচ খেলানো যায়। পাশাপাশি, মাঠের ভিতরের সুয়ারেজ সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রেও পদক্ষেপ করা হচ্ছে। গৌতমবাবু বলেন, কাঞ্চনজঙ্ঘাকে আন্তর্জাতিক স্তরের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে প্রযোজনীয় সমস্ত কাজই করা হবে। ভালো ফুটবল ম্যাচ দেখতে না পারার যে আক্ষেপ রয়েছে শহরের তা কিছুদিন পর আর থাকবে না। ভবিষ্যতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BVLnrt

February 28, 2019 at 12:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top