অর্থমন্ত্রীর দায়িত্বে ফিরলেন অরুণ জেটলি

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারিঃ ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্বভার নিলেন অরুণ জেটলি। গুরুতর শারীরিক অসুস্থতার কারণে অর্থমন্ত্রীর পদ থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন তিনি। তাঁর অবর্তমানে এই দায়িত্ব পালন করেন পীযূষ গোয়েল। শুক্রবার পুলওয়ামা হামলা নিয়ে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল সাম্প্রতিক কালের সবচেয়ে বড়ো সন্ত্রাসবাদী হামলা হয় পুলওয়ামায়। সরকারি তথ্য অনুযায়ী, ঘটনায় শহিদ হন ৩৮জন জওয়ান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SVcrAw

February 15, 2019 at 12:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top