দিল্লিতে গাড়ি থেকে উদ্ধার ১০৭টি পিস্তল

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারিঃ দিল্লিতে একটি গাড়ি থেকে উদ্ধার হল ১০৭টি পিস্তল। জানা গিয়েছে, তুঘলকাবাদ দুর্গ থেকে সামান্য দূরে রিং রোডের কাছে ডিএসডি উড়ালপুলের নীচের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে ওই পিস্তলগুলি উদ্ধার হয়।

গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল তল্লাশি অভিযানে নেমে ওই পিস্তলগুলি উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ রমজান নামে এক ব্যক্তিকে। পুলিশি জেরায় সে জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে দিল্লি ও উত্তরপ্রদেশে দুষ্কৃতীমূলক কাজের জন্য পিস্তল সরবরাহের বরাত পেয়েছিল সে। পুলিশের অনুমান উদ্ধার হওয়া পিস্তলগুলি মধ্যপ্রদেশে তৈরি হয়ে মেওয়াট থেকে সরবরাহ করা হয়। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TQ7maf

February 15, 2019 at 12:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top