মিলল না হেলিকপ্টার নামার অনুমতি, ফোনেই বক্তব্য রাখলেন যোগীজি

বালুরঘাট, ৩ ফেব্রুয়ারিঃ যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি দিল না প্রশাসন। ফলে এদিন বালুরঘাটে আসা হল না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। যোগীজিকে ছাড়াই সভা করলেন স্থানীয় নেতৃত্বরা। যদিও তাঁকে দেখতে আসা হতাশ কর্মী সমর্থকদের উৎসাহ দিতে যোগীজি লখনউ থেকেই ফোন মারফত তাঁর বক্তব্য রাখেন। শীঘ্রই সভা করতে বাংলায় আসবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, আজ সকালে বিমানে করে বাগডোগরা এবং সেখান থেকে বালুরঘাট বিমানবন্দরে হেলিকপ্টারে করে আসার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। এরপর পুলিশি বুলেটপ্রুফ গাড়িতে চেপে বালুরঘাট স্টেশন ময়দানের সভাস্থলে যাবার কথা ছিল যোগীজির। কিন্তু জেলা প্রশাসনের তরফে অনুমতি না পাওয়ায় এদিন যোগীজির বালুরঘাট সফর বাতিল হয়ে যায়। জেলাশাসক বিজেপি নেতাদের ফোন না ধরায় যোগীজির কপ্টার নামার অনুমতি নিয়ে শনিবার থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফলে উদ্বিগ্ন বিজেপি নেতাকর্মীরা এদিকে সকাল থেকেই জেলাশাসকের বাংলো ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ করেন। সেখানে  অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দীর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, ঘটনার প্রতিবাদে এদিন মঞ্চ থেকে বিজেপির স্থানীয় কর্মী সমর্থকরা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন। অন্যদিকে, কপ্টার নামার অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে জেলা প্রশাসনের কোন কর্তাই মুখ খুলতে চাননি।

 

সংবাদদাতাঃ সুবীর মহন্ত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RBrFpV

February 03, 2019 at 07:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top