মুম্বাই, ০৩ ফেব্রুয়ারি- তুমহারি সুল্লু (২০১৭) ছবির সময়ে থেকেই অনেকটা ওজন বাড়িয়েছেন বিদ্যা বালন। পরিণীতা (২০০৫) ছবির ছিপছিপে বিদ্যা বালন এখন কেবলই স্মৃতিপটে রাখা। তবে ওজন বেড়ে যাওয়ায় কোনও আক্ষেপ নেই বিদ্যার।বরং কেউ ওজন কমানোর কথা বললেই চটে যান বিদ্যা। বিদ্যা এক সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে জানান, যখনই তাঁকে কেউ ব্যায়াম করে ওজন কমানোর কথা বলেন তখন সেই ব্যক্তিকে তাঁর অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে ইচ্ছে করে। বিদ্যা জানিয়েছেন, সেই ব্যক্তিকে তিনি বলতে চান, আপনি জানেন আমি ওজন কমানোর জন্য ব্যায়াম করিনি? আপনি জানেন আমি কতটা খেটেছি ওজন কমানোর জন্য? আপনি জানেন কী কী প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আমি? বিদ্যা জানান, শৈশব থেকেই তাঁর হরমোন জনিত কিছু সমস্যা রয়েছে। এর জন্যই তাঁর ওজন নিয়ে সমস্যা। এক সময়ে মেদ কমানোর জন্য খাওয়া পর্যন্ত বন্ধ করেছিলেন তিনি। শারীরিক সৌন্দর্য নিয়ে মানুষের কিছু ধারণা রয়েছে। সেই ধারণার জন্যই মেদ কমাতে অনেক কাঠখড় পুড়িয়েছেন এক সময়ে। কিশোর অবস্থায়ও বিদ্যাকে শুনতে হয়েছে, তোমার মুখটা খুব সুন্দর। কিন্তু তুমি মেদ কেন কমাও না? বিদ্যার কথায়, একজন বাচ্চা বা প্রাপ্তবয়স্ককেও কখনও এমন কিছু বলা উচিত নয়, যে তাঁর খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়। বহু চেষ্টা করেও মেদ কমাতে পারেননি বলে জানান বিদ্যা। তবে সেই নিয়ে আর আক্ষেপ নেই তাঁর। সমাজে মোটা রোগা নিয়ে যে বদ্ধমূল ধারণা আছে তাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে কাজ করে যাচ্ছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WDKtbO
February 04, 2019 at 01:09AM
03 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top