কলকাতা, ০৩ ফেব্রুয়ারি- শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে বাতিল করেছেন কানহাইয়া কুমার। তবু নিরাশ করলো না ব্রিগেড। লোকসভা ভোটের আগে মাঠ থেকে বাড়তি অক্সিজেন নিয়ে ফিরলেন বাম কর্মী সমর্থকরা। নেপথ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও দেবলীনা হেমব্রেম। বুদ্ধবাবু কি আসতে পারবেন? গত প্রায় এক মাস সিপিআইএম শিবিরের অন্দরে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নটাই। অনেকে বলছিল হয়তো লিখিত বক্তৃতা পাঠাবেন বুদ্ধবাবু। অবশেষে সব জল্পনা মুছে ফেলে এদিন সকালে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জানান অসুস্থতাকে অগ্রাহ্য করেই ব্রিগেডে আসতে চান বুদ্ধদেব ভট্টাচার্য। সমাবেশে বুদ্ধবাবু পৌঁছতেই সভাস্থলে তুমুল উত্তেজনা। জনতার করতালি বলে দিল আজও ঝাপসা হননি তিনি। অশক্ত শরীর, বুদ্ধবাবু আধ ঘণ্টা নিজের গাড়িতেই বসে বক্তৃতা শুনলেন। বুদ্ধবাবুর উপস্থিতি যে আজও কতটা, তা টের পেল বামেরা। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। এদিনের বাম ব্রিগেডে সেই কথাই ফলল। কানহাইয়ার জন্যে হাহুতাশ জুড়েছিলেন যাঁরা, দিনের শেষে তাঁদের মন জিতে নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রেম। হেটো, মেঠো মানুষের মন জিতে নিতে দেবলীনার অস্ত্র ছিল নিজস্ব ভাষা। সাঁওতালিতে মুহুর্মুহু আক্রমণ শানালেন দেবলীনা। ব্রিগেড মাতালেন সিপিএমের আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম৷ ঢপবাজ বলে আক্রম করলেন তৃণমূল সরকারকে৷ শিক্ষা ও কাজের অধিকার সুনিশ্চিতের দাবি জানালেন ব্রিগেডের মঞ্চ থেকে৷ কখনও বাংলা, মাঝে মাঝে সাঁওতালিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বক্তৃতায় করতালিতে ফেটে পড়ল ব্রিগেডের মাঠ৷ কোনও বাড়তি আবেগ নেই, দেবলীনা গলায় স্পষ্ট যুক্তি,দাবি একটাই উন্নয়ন চাই। সেই বিষয়ে আক্রমণ শানাতে গিয়েই বললেন রাজ্যে ঢপবাজির সরকার চলছে৷ নানা সময়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে৷ তারপর আর কিছুই হচ্ছে না৷ কথা না বলে কাজ করে দেখাক মমতা বন্দ্যোপাধ্যায়েক সরকার৷ অলচিকি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন, তোপ দাগতে কাউকেই রেয়াত করেননি দেবলীনা। আক্রমণের নিশানা হলো কেন্দ্রে অধিষ্ঠিত বর্তমান বিজেপি সরকারও। বুদ্ধবাবুর উপস্থিতি, দেবলীনার টনিকে উজ্জীবিত হয়ে এক বুক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরলেন বাম সমর্থকরা। এখন দেখার এই ব্রিগেড দেখা স্বপ্ন লোকসভা ভোটে লাল পলাশ হয়ে ফোটে কিনা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2S5LZ7S
February 04, 2019 at 01:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top