ঢাকা, ০৮ ফেব্রুয়ারি- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করে বলেছেন, গত কয়েকবছর ধরেই টাইগাররা ভালো খেলছে। সরকারী পৃষ্ঠপোষকতা পেয়েছে বলেই বাংলাদেশের ছেলের ধাপে ধাপে উন্নতি করছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বৈঠকেআইসিসি চেয়ারম্যান বলেন, তারা (বাংলাদেশি ক্রিকেটার) খুব ভালো খেলছে। (তাদের পারফরমেন্সে) শুধু ধারাবাহিকতা প্রয়োজন। বাংলাদেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ভালো করবে বলে আশা প্রকাশ করেন শশাঙ্ক মনোহর। শশাঙ্ক মনোহর বলেন, খেলোয়াড়দের মধ্যে যদি জাতীয় গৌরবের চেতনা ধারণ করানো যায় তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা দেশের জন্য প্রতিশ্রুতি নিয়ে ভালো খেলবে। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চলমান সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান আইসিসি চেয়ারম্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি নিজেও একজন ক্রিকেটপ্রেমী। নিয়মিত ক্রিকেট ম্যাচ দেখি। মাঠে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিই ও তাঁদের সঙ্গে কথা বলেন। ভালো খেলার জন্য পুরস্কৃত করি। তিনি জানান, ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে খেলাধুলা বিশেষ করে ক্রিকেটে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বিসিবির আমন্ত্রণে তিনদিনের সফরে বুধবার ঢাকায় আসেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তিনি শুক্রবার সন্ধ্যায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ দেখবেন। আর/০৮:১৪/০৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2tbeSAH
February 08, 2019 at 02:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top