চূড়াভাণ্ডার (ময়নাগুড়ি), ৮ ফেব্রুয়ারিঃ রাতভর বৃষ্টি হয়েছে। সকালেও আকাশে কালো মেঘ, প্রবল বৃষ্টি। ঝোড়ো হাওয়া বইছে। এই অবস্থায় চুড়াভাণ্ডারে প্রধানমন্ত্রীর সভা ঘিরে আশঙ্কা ক্রমশ বাড়ছে। শুক্রবার দুপুর দুটো নাগাদ বাগডোগরায় বিমানে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে সোজা চলে যাবেন চূড়াভাণ্ডারের সভাস্থলের কাছে তৈরি করা হেলিপ্যাডে। মোদি মঞ্চ ছাড়াও নরেন্দ্র মোদি এবং তাঁর সঙ্গে আসা ভিভিআইপি-দের জন্য তৈরি করা হয়েছে বিশেষ রেস্ট রুম। সোফা দিয়ে সাজানো রেস্ট রুমে নমো হয়ত কিছুক্ষণ বিশ্রাম নেবেন। মঞ্চে যেখান থেকে তিনি বক্তৃতা দেবেন সেই পোডিয়াম বুলেট প্রুফ। তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুরো নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপের অফিসাররা। স্ক্যানার, মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ নিয়ে তন্নতন্ন করে এলাকায় নজরদারি করছেন অফিসাররা। তবে, এই এলাহী আয়োজন কতটা সফল হবে, বৃষ্টি মাথায় কত লোক শেষপর্যন্ত নমো-র টানে আসবেন, তা নিয়ে রাজ্য বিজেপির নেতাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে। ঠাকুরনগরের সভার স্মৃতি তাঁদের নিশ্চিন্ত থাকতে দিচ্ছে না।
ছবি-ময়নাগুড়িতে সকাল থেকেই ঝোড়ো হাওয়া, দমকা বৃষ্টি।
তথ্য – বাণীব্রত চট্টোপাধ্যায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RMUwYl
February 08, 2019 at 10:33AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন