ঢাকা, ০৮ ফেব্রুয়ারি- দেখতে দেখতে শেষ হয়ে এলো বিপিএলের ষষ্ঠ আসর। বহুল প্রতীক্ষিত ফাইনালের লড়াই শুরু হচ্ছে, যেখানে মুখোমুখি টুর্নামেন্টের সাবেক দুই চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপার এই লড়াইয়ে টস ভাগ্যে জয়ী হয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ কুমিল্লা প্রথমে ব্যাটিং করবে। বিপিএলের আগের পাঁচ আসরের মধ্যে তিনটিতেই শিরোপা জিতেছে ঢাকা। ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে তারা জিতেছে বিপিএলের প্রথম দুই আসর-২০১২ আর ২০১৩ সালে। আর ২০১৬ সালে জিতে ঢাকা ডায়নামাইটস নামে। এবার জিতলে ঢাকার হবে চতুর্থ শিরোপা। বাকি দুইবারের মধ্যে গতবার চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একবারই বিপিএলের শিরোপা জিতেছে, সেটা ২০১৫ সালে। অর্থাৎ, এবার জিতলে দ্বিতীয়বারের মতো ট্রফি হাতে নেমে দলটি। সূত্র: জাগোনিউজ২৪ এইচ/১৮:৫১/০৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TL1te4
February 09, 2019 at 12:54AM
08 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top