মেটেলি, ৮ ফেব্রুয়ারিঃ অখিল ভারতীয় নেওয়ার সংগঠনের দুইদিন ব্যাপী মহাঅধিবেশনের সূচনা হল। শুক্রবার মেটেলি ব্লকের চিলনী চা বাগানের ভানুভক্ত ভবনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার চতুর্থতম এই অধিবেশনের সূচনা হয়। সংগঠনের ডুয়ার্স ফউন্ডার শঙ্করনাথ প্রধান বলেন, দুই দিন ব্যাপী এই মহাঅধিবেশনে নেওয়ার সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হবে। এছাড়াও ভাষা সহ যাবতীয় বিষয়ে আলোচনা করা হবে। সংগঠনের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার নতুন কমিটিও গঠন করা হবে। এদিন মহাঅধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের সিকিমের প্রতিনিধি দিনুকুমার প্রধান, কাঠমান্ডুর নেওয়ার ভাষাবিদ জুজুমান মহার্জন, সংস্কৃতিবিদ সয়মুন ব্রহ্মার্য্য, অসমের দেব নেওয়ার সহ আরও অনেকে।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BqGoOZ
February 08, 2019 at 06:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন