মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি- ব্যাংকের ঋণের সময়মত পরিশোধ করতে না পারায় মামলা হয়েছে বলিউড অভিনেতা অর্জুন রামপালের বিরুদ্ধে। ওয়াইটি এন্টারটেনমেন্ট নামে একটি সংস্থা অর্জুনের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করেছে। ওই সংস্থার আইনজীবী জানিয়েছেন, ২০১৮ সালের মে মাসে ওই সংস্থার কাছ থেকে এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন অর্জুন। শর্ত ছিল, তিন মাসের মধ্যে তাকে এই ঋণ পরিশোধ করতে হবে ও প্রতি বছর সুদ দিতে হবে ১২ শতাংশ হারে। কিন্তু ঋণ নিয়ে এই শর্ত পূরণ করতে পারেননি তিনি। তাই বাধ্য হয়েই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে ওই সংস্থা। সূত্রের খবর, অর্জুনের সঙ্গে বিশেষ পরিচিতির কারণে এ ধরনের প্রতিষ্ঠান সাধারণত ঋণের জন্য যে সুদ নেয়, তার চেয়ে বেশ কম সুদে ঋণ দিয়েছিল। অর্জুন যে ঋণ শোধে ব্যর্থ হবেন, তা তাদের কাছে আশাতীত ছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যে অর্জুন এক কোটি টাকার যে চেকটি দেন, তার তারিখ ছিল পুরনো। ফলে সেই চেক বাউন্স হয়ে যায়। এরপরেই অভিনেতাকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত অক্টোবরে নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১-এর ১৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে রামপালের বিরুদ্ধে। তখনই তাকে আগামী সুদসহ সম্পূর্ণ টাকা শোধ করতে বলা হয়। মামলা চলাকালে ১৪ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল অর্জুন রামপালকে। কিন্তু তারপর থেকে বেশ কয়েকমাস কেটে গেলেও, এখনও অবধি কোনও টাকা তিনি শোধ করেননি বলে দাবি করেছে ওই সংস্থা। যদিও অর্জুন বলেছেন তিনি সাড়ে সাত লাখ টাকা শোধ করে দিয়েছেন। এ প্রসঙ্গে অর্জুন জানান, ছোট একটি সমস্যা হয়েছিল, তবে তা মিটে গেছে। বাকি ব্যাপারে আদালতের বিচারাধীন বলে মন্তব্য করতে রাজি হননি তিনি। এমইউ/১১:২০/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2V4sz02
February 18, 2019 at 05:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top