কলকাতা, ১৮ ফেব্রুয়ারি- এ কি আদতে বদলা নেওয়ার গল্প? টলিউড কিন্তু সে রকমটাই কানাকানি করছে। বলছে, পরিচালক সুজয় ঘোষ কথা দিয়েও কথা রাখেননি, তাই আর কী আলতো করে তাঁকে সেটা মনে করিয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। হয়েছে কী, সম্প্রতি মুক্তি পেয়েছে সুজয়ের বদলা ছবির ট্রেলার। যা দেখে ধন্য ধন্য করছেন সবাই। বাদ যাননি আবির চট্টোপাধ্যায়ও। তিনিও টুইট মারফত শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালককে। মজা করে কাকু সম্বোধন করেছিলেন, জানিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া। সুজয়ের প্রত্যুত্তর? চলো কাকা একটা কিছু করা যাক! আর তার পরেই বোমাটা ফাটালেন আবির। লিখলেন- সুজয় বরাবরই কাজ দেওয়ার কথা বলেন, কিন্তু দেন আর না! তাই তিনি আশা ছেড়ে দিয়েছেন! ও দিকে, আবিরকে সমর্থন করে টুইট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তাঁরও এক দাবি- সুজয় বলেছিলেন একসঙ্গে ছবি করার কথা, কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি! পড়ছেনই তো টুইটগুলো, কী মনে হয়- এ কি আদতে তিন জনের এক সঙ্গে ছবি করারই আগাম ঘোষণা?



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ImgEcB
February 18, 2019 at 05:13PM
18 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top