নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি- জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের ৪৯ সিআরপিএফ সদস্য নিহতের ঘটনায় আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করার ঘোষণা করা হয়েছে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাবদ খরচের টাকা নিহতদের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিল্লিতে বিসিসিআইয়ের সুপ্রিম কোর্ট নিয়োজিত অন্তবর্তী প্রশাসক কমিটির (সিওএ) প্রধান বিনোদ রাই জানান, আমরা এ বছর আইপিএলের উদ্বোধন অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সেই অর্থ দিয়ে পুলওয়ামায় নিহত পরিবারদের দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ২৩ মার্চ শুরু হবে আইপিএলের ১২তম আসর। চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুখোমুখি হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমএ/ ০১:০০/ ২৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2T8HhGa
February 23, 2019 at 07:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন