কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় সৈনিক নিহত হওয়ার পরে পাকিস্তানি সিনেমা ও তারকারা নিষিদ্ধ হয়েছেন বলিউডে। পাল্টা জবাবে ভারতীয় সিনেমা পাকিস্তানে নিষিদ্ধ হওয়ার পথে। ইতোমধ্যে এ বিষয়ে পিটিশন ফাইল করা হয়েছে লাহোর হাইকোর্টে। লাহোর হাইকোর্টে পিটিশনটি ফাইল করেছেন শেখ মোহাম্মদ লতিফ। তার আবেদন, ২০১৬ সালেই সরকার দ্বারা প্রণীত ইমপোর্ট পলিসি অর্ডার অনুযায়ী ভারতীয় সিনেমা আমদানি নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পুলওয়ামার ঘটনার পর ভারতের সিদ্ধান্ত পাকিস্তানকে এই বিষয়ে নতুন করে ভাবাতে শুরু করেছে। টেলিভিশনে ভারতীয় বিষয়বস্তু দেখানো সম্প্রতি নিষিদ্ধ করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। লতিফের আবেদন, সিনেমার ক্ষেত্রেও যেন একই সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রসঙ্গত, সালমান খান প্রযোজিত নোটবুক এবং শহীদ কাপুর অভিনীত কবির সিং পাকিস্তানে মুক্তি পাবে না। পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া এমএ/ ০১:০০/ ২৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XkinCw
February 23, 2019 at 07:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top