হোটেলের ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার

জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ হোটেলের ঘর থেকে দম্পতির মৃতেদহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির টেম্পল স্ট্রীটে। মৃত ব্যক্তির নাম প্রদাপ বসাক(৩৬) এবং মৃতার নাম সুপ্রিয়া রায় বসাক(২৬)। তাঁদের বাড়ি ফালাকাটার গুয়াবরনগরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে ওই দম্পতি তাঁদের সন্তানকে নিয়ে ওই হোটেলে আসেন। এদিন সকালে হোটেলের ঘর থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান হোটেল কর্মীরা। বহুবার ডাকা সত্ত্বেও ঘরের দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতির মৃতদেহ উদ্ধার করে। আপাতভাবে শিশুটিকে সুস্থ মনে হলেও শারীরিক পরীক্ষার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। দম্পতির পরিবারের লোককেও খবর দেওয়া হয়েছে। এই বিষয়ে জলপাইগুড়ি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2NaT2Gt

February 16, 2019 at 01:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top