জঙ্গি হামলায় শহিদ জাওয়ানদের আত্মার শান্তি কামনায় পুজো দিলেন রবীন্দ্রনাথ ঘোষ

তুফানগঞ্জ, ১৬ ফেব্রুয়ারিঃ জম্মু-কাশ্মীরে জঙ্গি হানায় শহিদ  সিআরপিএফ জাওয়ানদের আত্মার শান্তি কামনায় কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, গতপরশু জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হানায় নিহত জওয়ানদের আত্মার শান্তি কামনা করি। সীমান্তে প্রহরারত জওয়ানদের শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে ঈশ্বর যাতে আরও শক্তি দান করেন।’ পাশাপাশি তিনি বলেন, ‘যাঁরা এখন দেশের ক্ষমতায় আছে এখন তাঁদের নৈতিক ভাবে ক্ষমতায় থাকার অধিকার নেই, অবিলম্বে ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত। দেশ এখন পরিবর্তন চাইছে। আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর আর ক্ষমতায় থাকবেন না তাঁরা। ৭২ঘন্টা অতিক্রান্ত। এখনও পর্যন্ত তারা জাতীয় শোক দিবস ঘোষণা করতে ব্যর্থ, তার বদলে দেশের প্রধানমন্ত্রী রেল প্রকল্পের উদ্‌বোধন করেন, এর থেকে লজ্জ্বার আর কি হতে পারে।’ শোকগ্রস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনাও জানান তিনি। এদিন তাঁর সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দার, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্ত, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং সহ আরও অনেকে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

সংবাদদাতাঃ প্রদীপ কুণ্ডু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2tqO67w

February 16, 2019 at 01:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top