১ লক্ষ ৩০ হাজার লোক নেবে ভারতীয় রেল

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারিঃ চাকরি খুঁজছেন? তেব এই খবরটা আপনার কাজে লাগতে পারে। সৌজন্যে ভারতীয় রেল। রেলওয়ে নিয়োগ বোর্ড এবং রেলওয়ে নিয়োগ সেল এনটিপিসি, প্যারা-মেডিকেল কর্মী, মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটেগরি লেভেল ১-এর জন্য মোট ১ লক্ষ ৩০ হাজার লোক নেওয়া হবে। জারি করা হয়েছে বিজ্ঞাপন। আইআরসিটিসির পক্ষ থেকে ৫০টি শূন্যপদের কথাও ঘোষণা করা হয়েছে। এছাড়া, উত্তর রেলের ২৭৫টি পদে লোক নেওয়া হবে। সব মিলিয়ে ১ লক্ষ ৩০ হাজার পদে নেওয়া হবে লোক। বিশদ জানতে রেলের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সমস্ত শূন্যপদ সম্পর্কিত তথ্য দেওয়া হল নীচেঃ

আরআরবি এনটিপিসি এবং অন্যান্য বিভাগে নিয়োগ সংক্রান্ত তথ্যঃ
আরআরবি এনটিপিসি(RRB NTPC)- ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আবেদন করা শুরু হবে।
আরআরবি প্যারা মেডিকেল স্টাফ- ২০১৯ সালের ৪ মার্চ থেকে আবেদন করা শুরু হবে
মিনিস্ট্রিয়ল এবং আইসোলেটেড ক্যাটেগরি- ২০১৯ সালের ৮ মার্চ থেকে আবেদন করা শুরু হবে।
উপরে উল্লেখিত সমস্ত পদের জন্য মোট ৩০ হাজার লোক নিয়োগ করা হবে।

আবেদনের জন্য জেনারেল ক্যাটেগরি ক্যান্ডিডেটদের ৫০০ টাকা, তফশিলী জাতি, তফশিলী উপজাতি এবং মহিলাদের ২৫০ টাকা করে দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা, বয়সের ঊর্দ্ধসীমা, বেতন এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি) এবং আরআরসি-তে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আইআরসিটিসি-তে নিয়োগঃ

পদের নাম: পর্যবেক্ষক
পদের সংখ্যা: ৫০
যোগ্যতা: বিএসসি
বেতন: ২৫,০০০ টাকা
অভিজ্ঞগা: ২-৫ বছর
চাকরি করার স্থান: ভোপাল, মুম্বাই, গান্ধিনগর, পানাজি
আবেদন করার সময়: ২৫/০২/২০১৯-১৫/০৩/২০১৯

উত্তর রেলের নিয়োগ

পদের নাম: ফেসিলিটেটর
পদের সংখ্যা: ২৭৫
যোগ্যতা: দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণি
অভিজ্ঞতা: ১৫-২০ বছর
আবেদন করার শেষ তারিখ: ২৮/০২/২০১৯

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2trLGFG

February 20, 2019 at 03:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top