বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বদ্ধিতা করার জন্য সিলেটের বিশ্বনাথে তিন পদে (উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান) ২২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়পত্র দাখিল করেন ১৮জন প্রার্থী এবং অন্য ৪জন প্রার্থী সিলেট জেলা রিটানিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।
বিশ্বনাথ উপজেলা নির্বাচনে ২২জন প্রার্থীর মধ্যে ৭জনের মনোনয়নপত্র বাতিল ও ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে সিলেট জেলা রিটার্নিং অফিসার ৭জনের মনোনয়নপত্র বাতিল ও ১৫জনের বৈধ ঘোষণা করেন। এরই চেয়ারম্যান পদে ৩জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।
চেয়ারম্যান পদে বৈধ মনোনয়নপত্র ঘোষনাকারীরা হলেন-বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপিন সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী সুহেল আহমদ চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, প্রবাসী শামছুল ইসলাম।
মনোনয়নপত্র চেয়ারম্যান পদে বাতিলকৃতরা হলেন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি ফয়জুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা কাজী মাওলানা রুহুল আমিন, যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন ।
ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনয়পত্র ঘোষনাকারীরা হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আহমেদ-নূর উদ্দিন, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, উপজেলা যুবদল নেতা জুবেল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান,
মনোনয়নপত্র ভাইস-চেয়ারম্যান পদে বাতিলকৃতরা হলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুক্তরাজ্যের বামিংহাম আওয়ামী লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম শামীম।
মহিলা-ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনয়পত্র ঘোষনাকারীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সহ সভাপতি বেগম স্বপ্না শাহীন, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী মোছাঃ জুলিয়া বেগম, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, উপজেলা মহিলা দলের আহবায়ক নূরুন্নাহার ইয়াসমিন, সাবেক মহিলা মেম্বার নেহারা বেগম।
আটটি ইউনিয়ন নিয়ে বিশ্বনাথ উপজেলা নিয়ে গঠিত। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬০৩ জন। তন্মধ্যে নারী ভোটার ৭৪ হাজার ৪৬জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ৫৫৭ জন। উপজেলা ৭৪টি ভোট কেন্দ্র রয়েছে। আগামী ১৮ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2GAKBEd
February 20, 2019 at 03:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন