নতুন করে মদের দোকান খোলা নিয়ে থানায় অভিযোগ স্থানীয়দের

তুফানগঞ্জ, ২০ ফেব্রুয়ারিঃ নতুন দুটি মদের দোকান খোলা নিয়ে তুফানগঞ্জ থানায় অভিযোগ জমা পড়ল বুধবার। জানা গিয়েছে, তুফানগঞ্জ-১ ব্লকের ধলপল-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলপল বাজার সংলগ্ন এলাকায় লাইসেন্স প্রাপ্ত দুটি মদের দোকান নতুন করে খোলা হচ্ছে। এই নিয়ে ক্ষোভ জমছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, আগে থেকেই ধলপল বাজারে প্রকাশ্যে মদ বিক্রি হয়। সন্ধ্যার পরই কিছু মদ্যপ যুবক নানা রকম ঝামেলা সৃষ্টি করে এলাকায়। ফলে এলাকায় যাতে আর নতুন করে মদের দোকান না খোলা হয়, সে বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। স্থানীয় বাসিন্দা রাহুল হোসেন ও সুষমা দাস বলেন, ‘নতুন করে মদের দোকান খোলার পদক্ষেপের পক্ষপাতি আমরা নই। সরকার কেন লাইসেন্স দিচ্ছে?’, এবিষয়ে ধলপল-১ গ্রাম পঞ্চায়েত প্রধান কবিতা দাস বলেন, ‘ওপর থেকে অর্ডার এলে আমার এবিষয়ে কিছু করার নেই।’ তুফানগঞ্জ থানার ওসি সৌমাল্য আইচ জানান, ‘অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখছি।’

তথ্যঃ গৌতম দাস

ছবিঃ প্রদীপ কুন্ডু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GSZst1

February 20, 2019 at 03:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top