রাজগঞ্জ, ২০ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জে চা কারখানার মালিক এবং ম্যানেজারকে মারধরের অভিযোগে আটক করা হল তৃণমূল-কংগ্রেসের নেতা সহ ৫ জনকে। জানা গিয়েছে, সাবুল মহম্মদ নামে তৃণমূলের ওই নেতা রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল-কংগ্রেসের অঞ্চল সম্পাদক। এদিকে শ্রমিক নেতাকে মুক্তির দাবিতে থানার গেটে বিক্ষোভ দেখান তৃনমূলের কর্মী-সমর্থকরা।
করোতোয়া এলাকার সুন্দরম চা কারখানায় অনেকদিন থেকে শ্রমিক মালিক অসন্তোষ চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার ডিএলসি, এলসি থেকে শুরু করে তৃণমূল নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ তৃণমূলের সভাপতি সৌরভ চক্রবর্তী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছেছে বলে জানা গিয়েছে। এদিন ওই তৃণমূল নেতা কয়েকজন দলীয় সমর্থককে নিয়ে কারখানায় গিয়ে মালিককে মারধর করে বলে অভিযোগ। যদিও তৃণমূলের আইএনটিটিইউসি ব্লক সভাপতি এজারুল করিম বলেন, মালিককে মারধর করা হয়নি। উলটো মালিক হুমকি দিয়েছে। তাই তারা শ্রমিক নেতাকে মুক্তির দাবিতে এবং মালিকের অভিযোগ প্রত্যাহার করার দাবিতে থানার সামনে জমায়েত হয়েছেন। এইবিষয়ে এখনও পুলিশ কর্তারা কোন মন্তব্য করেননি। ঘটনাকে ঘিরে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GTtqgy
February 20, 2019 at 04:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন