বড়ো ধরণের আগুনের হাত থেকে রক্ষা পেল উত্তর ধুপঝোরা নিতেন পাড়া

চালসা, ২০ ফেব্রুয়ারিঃ বড়ো ধরণের আগুনের হাত থেকে রক্ষা পেল মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরা নিতেন পাড়া। বুধবার সকালে নিতেন পাড়ার জনৈক বসন্ত লোহারের বাড়ির পাশে খড়ের পুঁজিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, আজ সকালে কিছু শিশু ওই খড়ের পুঁজি তে খেলছিল। তাদের দ্বারাই কোনও ভাবে ওই আগুন লেগেছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। খবর পেয়ে মাল দমকল কর্মীরা এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের ফলে কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GT3IbJ

February 20, 2019 at 04:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top