মৎস চাষ প্রশিক্ষণ শিবির

চালসা, ৬ ফেব্রুয়ারিঃ এক দিনের মৎস চাষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। বুধবার বাতাবাড়িতে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে প্রায় ৫০ জন মৎসচাষী উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের উদ্যোগে আদমি প্রকল্পের মাধ্যমে পশ্চিম বাতাবাড়ি গোকুল ঝোড়া জল ব্যবহারকারী সমিতির যে সব সদস্যদের পুকুর আছে তাঁদের নিয়ে এদিন এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মাছ চাষ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন মৎস বিশেষজ্ঞ বাপ্পাদিত্য দাস। কৃষিকাজ ছাড়াও যাদের পুকুর আছে সেই সমস্ত সদস্যদের মাছ চাষ করে আর্থিক দিক থেকে স্বনির্ভর করার জন্যই এই উদ্যোগ।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WDY6rk

February 06, 2019 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top