উত্তরবঙ্গে সরস্বতী পুজো ভাসাতে পারে বৃষ্টি

কলকাতা, ৭ ফেব্রুয়ারিঃ সরস্বতী পুজোর সকালে বন্ধুদের সঙ্গে আড্ডার প্ল্যান করেছেন বা বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আপনার প্ল্যানে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা রাজ্যজুড়েই কমবেশি বৃষ্টি হবে। সিকিম ও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় নতুন করে বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীতে পশ্চিমি ঝঞ্ঝার হানা স্বাভাবিক ঘটনা।  এ বছর জানুয়ারিতে একের পর এক ঝঞ্ঝা হাজির হয়েছে হিমালয়ে। পাহাড়ে বরফও পড়েছে দেদার। আবার হাজির হচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃহস্পতিবার নাগাদ ঝঞ্ঝাটি এগোবে পূর্ব ভারতের দিকে। ওডিশায় তৈরি হওয়া একটি বিপরীত ঘূর্ণাবর্তের ফলে ঝঞ্ঝাটি পূর্ব ভারতে এসেও বিশেষ শক্তি হারাবে না। যার ফলে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।  শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, নতুন পশ্চিমি ঝঞ্ঝাটি এতটাই শক্তিশালী যে, নিম্নচাপ পর্যন্ত তৈরি হতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BkFCmI

February 07, 2019 at 11:58AM
07 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top