চালসা, ৭ ফেব্রুয়ারিঃ পুলিশের প্রেট্রোলিং গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক লটারি টিকিট বিক্রেতার। আহত হয়েছে এক বালিকা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের জনবহুল চালসা গোলাই এলাকায়। ঘটনার জেরে অবরোধ করা হয় ৩১ নং জাতীয় সড়ক। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃতের নাম মোহাম্মদ কায়েম শা। তাঁর বাড়ি চালসা রেল গেট পাড়ায় বলে জানা গিয়েছে। আহত বালিকার নাম রোশনী খাতুন (১২)। সেও ওই এলাকায় লটারির টিকিট বিক্রি করে। তাকে চালসার একটি বেসরকারি নার্সিং হোমে ভরতি করা হয়েছে।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালেও কায়েম শা তাঁর লটারির টিকিট কাউন্টারে বসেছিল। ঠিক তার পাশেই ছিল রোশনীর কাউন্টার। আজ সকাল সাতটা নাগাদ মেটেলি থানার একটি পুলিশ পেট্রোলিং গাড়ি হটাৎ কায়েম-এর লটারি কাউন্টারে সজোরে এসে ধাক্কা মারে। প্রায় ১০ ফুট ছেঁচড়ে নিয়ে যায় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কায়েমের। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যায় রোশনী। পুলিশ মৃতদেহ সেই গাড়িতেই তুলে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাল এসডিপি ও দেবাশীষ চক্রবর্তী, সিআই মিত্র রাই সহ বিশাল পুলিশ বাহিনী। সমগ্র চালসায় মোতায়েন করা হয়েছে পুলিশ। মেটেলি থানার এএসআই জিব্রাইল রাই ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী কায়েমের মৃত্যুর পর তাঁর পরিবারের কি হবে সেই প্রশ্নই তুলেছেন মৃতের আত্মীয়রা। বিষয়টি নিয়ে বিকেলে বৈঠক হবে বলে জানা গিয়েছে।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DXnl0B
February 07, 2019 at 11:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন