ভুয়ো অর্থলগ্নি সংস্থা রুখতে কড়া আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারিঃ চিটফান্ড তদন্ত নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই বুধবার চিটফান্ড রুখতে বড়ো ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার। বুধবার সন্ধ্যায় ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়, চিটফান্ড বন্ধ করতে কঠোর আইন প্রণয়নের জন্য মন্ত্রীসভার অর্থবিষয়ক কমিটি অনুমোদন দিয়েছে। এর জন্য নতুন বিলও আনা হচ্ছে।  ‘ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিম বিল ২০১৮’-নামে ওই বিলটি সংসদের চলতি অধিবেশনেই পেশ করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছেন, সরকার অনুমোদিত ক্ষুদ্র অর্থলগ্নি সংস্থাগুলির একটি অনলাইন ডেটাবেস তৈরি করবে। ওই ডেটাবেসের বাইরে যদি কোনও প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের থেকে টাকা জমা নেওয়ার চেষ্টা করে, তা হলে তাদের বিরুদ্ধে প্রস্তাবিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। যদি কোনো সেলিব্রিটি এমন কোনও প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হন, তা হলে তাঁকেও গ্রেফতার করা হতে পারে। তার পর ওই সংস্থার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, দেশে বহু ক্ষুদ্র অর্থলগ্নি সংস্থা রয়েছে যাঁরা সরকারের নিয়ম মেনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন। তাদের বন্ধ করা হবে না। তবে তাদেরও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে রাখা হবে। প্রস্তাবিত বিলটি গত বছর সংসদে পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। তার পর তা সংসদের স্থায়ী কমিটির বিবেচনার জন্য পাঠানো হয়। স্থায়ী কমিটির কিছু সুপারিশ সরকার মেনে নিয়েই বিল চূড়ান্ত করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Bm1dve

February 07, 2019 at 11:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top