টুইটে রাজীব কুমারের প্রশংসা মমতার

কলকাতা, ৩ ফেব্রুয়ারিঃ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের প্রশংসা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ওই টুইটে বিজেপির সমালোচনাও করেন তিনি। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিজেপির শীর্ষ নেতারা নোংরা রাজনীতি করছেন। বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করার পাশাপাশি তারা পুলিশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইছে। আমরা এর নিন্দা করছি।’ তিনি আরও লেখেন, ‘কলকাতার পুলিশ কমিশনার বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। তাঁর সাহস ও সততা প্রশ্নাতীত। তিনি সবসময় কাজ করেন। সম্প্রতি তিনি একদিন ছুটি নিয়েছিলেন। যতই গুজব ছড়ানো হোক, মিথ্যে মিথ্যেই থাকে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WCoMsq

February 03, 2019 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top