ডিএলএড পরীক্ষায় ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ

জলপাইগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ ডিএলএড পরীক্ষায় ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল। রবিবার সকাল ৮টা থেকেই পরীক্ষার্থীদের অনেকের মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন এসে গিয়েছে বলে অভিযোগ ওঠে। কোথা থেকে এই প্রশ্ন মোবাইলের মাধ্যমে ছড়িয়ে পড়ল তা জানা না গেলেও ভাইরাল হয়ে যাওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নপত্রের যে মিল রয়েছে তার প্রমাণ মিলেছে সর্বত্রই। দেড় মাস আগেও একইভাবে এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আবারও প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় হতাশ হওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। যদিও প্রশ্ন ফাঁসের বিষয়ে মুখ খুলতে চাননি এনআইওএস-এর স্টেট কোঅর্ডিনেটর সংযুক্তা মিত্র।

সারা রাজ্যের সঙ্গে এদিন জলপাইগুড়িতেও ছিল ডিএলএডের পরীক্ষা। শহরের পাহাড়পুর মোড় এলাকার একটি বেসরকারি স্কুল এবং মোহিতনগর এলাকার একটি বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজে পরীক্ষার কেন্দ্র হয়। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমার্ধের পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে ৯টা থেকে চলে সাড়ে ১২টা পর্যন্ত। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, প্রথমার্ধের পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগেই হোয়াটসঅ্যাপে মাধ্যমে অনেকের মোবাইলে প্রশ্ন চলে আসে। যা নিয়ে গুঞ্জন শোনা যায় পরীক্ষা কেন্দ্রের বাইরে। কয়েক মিনিটের মধ্যে প্রশ্নপত্র ভাইরাল হয়ে চলে আসে সংবাদ মাধ্যমের কাছেও।

মোহিত নগর বেসরকারি কলেজের অধ্যক্ষ সামিম রেজা বলেন, ‘আমাদের কলেজে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে সকলের উপস্থিতিতে প্রশ্ন খোলা হয়েছে। এখান থেকে কোনোভাবেই প্রশ্ন ফাঁস হয়নি। আমরাও প্রশ্ন ফাঁসের বিষয় কিছু জানতে পারিনি।’ প্রশ্ন ফাঁসের বিষয়ে এনআইওএসের স্টেট কোঅর্ডিনেটর সংযুক্তা মিত্রর সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য না করে ফোন রেখে দেন। পরবর্তীতে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রতীকী ছবি



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UGy7Op

February 03, 2019 at 04:06PM
03 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top